এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে ১৮ টি পদের বিপরীতে ১৫ টি পদেই বিজয়ী হয়েছে আলহাজ্ব বদিউজ্জামান বদুর নেতৃত্বাধীন প্যানেল।
অন্যদিকে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের পক্ষে বিএনপি নেতারা জোরেশোরে মাঠে নামলেও ফলাফল ভরাডুবি।বিজয়ী হয়েছে মহানগর বিএনপির যুগ্ন- আহবায়ক ও ফতেহ হোসিয়ারীর মালিক ফতেহ মোঃ রেজা রিপন।৬৭০ ভোট পেয়ে সাধারণ গ্রুপে ১০ম হয়েছেন। আলহাজ্ব বদিউজ্জামান বদু ৮৯৩ ভোট পেয়ে ১ম স্থানে রয়েছেন।
আলোচিত প্রার্থীদের মধ্যে বদু প্যানেলে পরাজিত হয়েছেন কারাবন্দি ছাত্রদল নেতা জাকির খানের চাচা এবং মহানগর বিএনপির যুগ্ন- আহবায়ক মনির খান। নারায়নগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা আওলাদ হোসেন ও
দিদার খন্দকার। ১৩৮ ভোট এবং ২৩ ব্যালেট বাতিল না হলে মাসুদ রানা বিজয় ছিল নিশ্চিত।
বদিউজ্জামান বদু -এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত প্যানেল থেকে ১৫ জন বিজয়ী হয়েছেন।সাধারণ গ্রুপে ১১ জন এবং এসোসিয়েট গ্রুপে ৪ জন বিজয়ী হয়েছে।অন্যদিকে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল থেকে শুধুমাত্র ফতেহ মোঃ রেজা রিপন সাধারন গ্রুপে বিজয়ী হয়েছেন এবং এসোসিয়েট গ্রুপ হতে স্বতন্ত্র প্রার্থী সোবহান তালুকদার ও বিল্লাল হোসেন বিজয়ী হয়েছেন।
সাধারন গ্রুপ থেকে বদিউজ্জামান বদু প্যানেল থেকে আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) পেয়েছেন ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান সায়মন হোসিয়ারী) পেয়েছেন ৮০৫ ভোট,মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) পেয়েছেন ৭৮৭ ভোট,আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) পেয়েছেন ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) পেয়েছেন ৭৫১, মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) পেয়েছেন ৭২৭ ভোট। আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) পেয়েছেন ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স)
৬৯০ ভোট পেয়েছেন,মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) পেয়েছেন ৬০৫ ভোট এবং বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরত্ব হোসিয়ারী) পেয়েছেন ৫৭২ ভোট পেয়ে বদু প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল হতে সাধারণ গ্রুপে ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) পেয়েছেন ৬৭০ ভোট।
এসোসিয়েট গ্রুপে বদু প্যানেলে সাইফুল ইসলাম হিরু পেয়েছেন ৮৬২ ভোট,সাঈদ আহমেদ স্বপন পেয়েছেন ৭১৯ ভোট,আলহাজ্ব মোঃ নাছির শেখ পেয়েছেন ৭০২ ভোট,নাছিম আহমেদ পেয়েছেন ৪৯৮ ভোট।
এসোসিয়েট গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস্ সোবহান তালুকদার পেয়েছেন ৫৭৫ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন ৪৯৫ ভোট।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন বোর্ড (২০২৫-২০২৭ইং) ‘র চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি ও সদস্য আলহাজ্ব জাকারিয়া ওয়াহিদ, সদস্য কৃষ্ণ কুমার সাহা গতকাল ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ফলাফল ঘোষনা করেন।