এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে সয়াবিন তেল এর কৃত্রিম সংকট তৈরি রোধে মোবাইল কোর্ট অভিযান সোমবার (২৪ মার্চ ) নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ, আতলাশপুরে পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান, নৌপরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ গুহ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম।
উক্ত অভিযানে কেবিসি এগ্রো ইন্ডাস্ট্রি কে সুযোগ থাকা সত্বেও ইচ্ছাকৃতভাবে সয়াবিন সিডের লাইটার ভেসেলগুলো আনলোড/খালাশ না করে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় পণ্যের ভেসেল লোড করে এবং সয়াবিন এর ভেসেলগুলোকে অস্থায়ী গুদামঘর হিসেবে ব্যবহার করে সয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি করায় কৃষি বিপণন আইন,২০১৮ এর ১৯(১)( ঠ) , (ড) ধারায় ১,০০,০০০ (এক লক্ষ)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অপেক্ষমান সয়াবিনের ২৯ টি ভেসেল এর মধ্যে ২০ টি ভেসেল আগামী ২৮/০৩/২৫ তারিখের মধ্যে আনলোড করার জন্য জোর নির্দেশনা প্রদান করা হয়। এই নির্দেশনা বাস্তবায়ন হলে তেল সংকট নিরশনে অনেক ভূমিকা পালন করবে।