এনগঞ্জনিউজ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নিজের জীবননাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক আইডিতে হুমকির কথা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, যারা গত কয়েকদিন যাবৎ আমাকে হত্যার পরিকল্পনা করছেন, তারা সাবধান হউন। তা না হলে আমি প্রমাণসহ নাম প্রকাশে বাধ্য হবো। তারপর কী হবে, তা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যাপার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এডভোকেট টিপুর এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়ায় সাফায়ত ভূইয়া মন্তব্য করেছেন ‘আপনার জনপ্রিয়তা হিংসুকদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে৷ হারুন অর রশীদ রানা নামে একজন ব্যবহারকারী লিখেছেন, আপনার একটা কেশ কেউ স্পর্শ করতে চাইলে সেই হাত আমরা ভেঙে দিতে জানি, ভাই। আমাদের ভরসা আল্লাহর উপর, কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। কিন্তু যারা আপনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।
অন্যদিকে, কাজী তানভীর হাসান আইনি পদক্ষেপের পরামর্শ দিয়ে লিখেছেন, জরুরি ভিত্তিতে থানায় জিডি করা এবং সংবাদ সম্মেলন করে বিষয়টি জনসাধারণকে অবহিত করা উচিত।
এ ঘটনায় নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এডভোকেট টিপু তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দাখিল করেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা দ্রুত আইনি পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।