এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর প্রাণনাশের আশংকার বিষয়টি শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।টিপুকে হত্যার পরিকল্পনাকারীদের নাম প্রমাণসহ প্রকাশ করার কথা বললেও এখনো হুমকিদাতার নাম প্রকাশ করেনি তিনি।এনিয়ে শহর জুড়ে চলছে ব্যাপক গুঞ্জন।
কেন টিপু আইনি পদক্ষেপ নিচ্ছেন না? কেনইবা হত্যা পরিকল্পনাকারীদের নাম প্রকাশ করছেন না? নাকি এটি তার রাজনৈতিক কৌশল! জনমনে জন্ম নিয়েছে নানান প্রশ্ন।
সূধীমহলের মতে,এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব। এই পদটি দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে অর্পিত। দায়িত্বশীল পদের একজন ব্যক্তিকে মেরে ফেলার ষড়যন্ত্র ভয়ানক বিষয়।দেশ জুড়ে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের হাতে খুন হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ। যেহেত শতভাগ নিশ্চিত হয়েছে বিএনপি নেতা টিপু; সুতরাং কেন তিনি জরুরী ভিত্তিতে নিজের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হচ্ছেন না!
উল্লেখ্য, গত ২ এপ্রিল তিনি তার ফেসবুক আইডিতে হত্যার পরিকল্পনা’র কথা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, যারা গত কয়েকদিন যাবৎ আমাকে হত্যার পরিকল্পনা করছেন, তারা সাবধান হউন। তা না হলে আমি প্রমাণসহ নাম প্রকাশে বাধ্য হবো। তারপর কী হবে, তা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যাপার।তবে এ ব্যাপারে এখনো আইনি পদক্ষেপ নেননি তিনি।