সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন(৭) ও বিন ইয়ামিন(৭) নামের দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২আগষ্ট) দুপুরে উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় রবিবার দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এ সময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচন্ড স্রোতের কারনে সেও পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন দুই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।
নিহত ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। সে স্থানীয় মুনলাইট কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে লোকমুখে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই দুপুরে ঘটনার পর পর নিহত দুই স্কুল ছাত্রের লাশ পরিবারের স্বজনরা দাফন সম্পন্ন করে ফেলেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি#।