সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০ জন হতদরিদ্রের মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৪০ জন হতদরিদ্র পুরুষের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। সোমবার(৬আগষ্ট) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ সব সামগ্রী বিতরণ করা হয়। বিতরনী অনুষ্ঠান শেষে স্থানীয় বিরাব বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিক্তি প্রস্থর স্থাপন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মনজুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল-মুহাইরী। এ সময় আরো উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ হাসদান আল-জারি, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প ইনচার্জ এ কে এম রফিকুল হক, এড. আমিরুল ইসলাম ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল-মুহাইরী তার বক্তব্যে বলেন, আমরা অত্যান্ত আনন্দিত এবং গর্বিত, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা যে বাংলাদেশের মত বন্ধু প্রতিম দেশে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সহযোগিতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবে আজ এ অঞ্চলে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও রিক্সা বিতরন করেছি। এর মাধ্যমে ঐসব লোকজন সৎ ও হালাল উর্পাজন করতে সক্ষম হবে বলে আমাদের প্রত্যাশা। আর এ জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া বিরাব এলাকায় নির্মানাধীন দারুল উলুম রাজিয়া মহিলা মাদ্রসার ভবন নির্মানে আর্থিক সহায়তা ও বিরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ন ভবন নির্মানের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।#