এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের একটি বাড়িতে আতশবাজি সামগ্রীর বিস্ফোরণে ছাদধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
শনিবার (১৯ অক্টোবর) শহরটির আগাপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডন নিউজ।
মুলতান সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) সাদিক আলী ডোগার জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
তিনি জানান, নিহত তিনজন হলো রিয়াজ, মানশা ও সাফিয়া বানো। এছাড়া আহতদের চিকিৎসার জন্য নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বাড়িটির ভেতরে আতশবাজি তৈরি করা হতো। যার ফলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । তবে এ বিষয়ে আরো তদন্ত চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুলতানের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) জেনারেল কামরান আমির খান, সিটি পুলিশ সুপার (এসপি) হাসান রাজা রাখি, দিল্লি গেটের উপ-পুলিশ সুপার (ডিএসপি) মাজহার হারাজ, ডিএসপি মামুন আলী এবং অন্য কর্মকর্তারা।
এ সময় তারা ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।