MENU

আজকের বাংলা তারিখ

  • আজ শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ ইং
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, সকাল ১০:৩২
Search
Close this search box.
অপহরণকারী চক্রের ৫ সদস্য র‍্যাবের হাতে আটক, অপহৃত উদ্ধার

অপহরণকারী চক্রের ৫ সদস্য র‍্যাবের হাতে আটক, অপহৃত উদ্ধার

mini-logo
প্রকাশিতঃ

 

 

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মেজর অনাবিল ইমাম।

এর আগে ২০ অক্টোবর বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ৫ জন অপহরণকারীকে আটক এবং তাদের কাছ থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ইউনুস আলী (৩৪), মার্জিয়া বেগম (২৫), মো. হাসান (২২), মো. নাজমুল (২৮), জহিরুল ইসলাম (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর গ্রামের মো. মইনুল করিমের ছোট ছেলে মো. রাহিম (১৮) আনুমানিক দুই মাস আগে কাজের সন্ধানে নারায়ণগঞ্জ আসেন।

নারায়ণগঞ্জের বন্দরে ইউনুস আলী নামের একজনের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তারা একত্রে কৃষি কাজে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন।
প্রায় দুই মাস কাজের মজুরির জমা করা টাকাগুলো মো. রাহিম নিজের কাছে রাখলে ইউনুস আলী সেই টাকাগুলো দাবি করেন।
মো. রাহিম দিতে না চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে গত ১৫ অক্টোবর রাতে মো. রাহিম তার জমানো টাকাগুলো নিয়ে তার নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য মদনপুর বাসস্ট্যান্ড যায়। একই তারিখ রাতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে উল্লেখিত অপহরণ চক্রের হোতা ইউনুসসহ আটকরা মো. রাহিমকে অপহরণ করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর এলাকায় নিয়ে গিয়ে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে আরও ৬০ হাজার টাকা দাবি করে। মুক্তিপণের টাকার জন্য ইউনুস আলী মো. রাহিম এর ব্যবহৃত মোবাইল থেকে তার বড় ভাই নাঈমকে ফোন দিয়ে মুক্তিপণের টাকা নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে আসতে বলে।

মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় আটকরা মো. রাহিমকে মারধর করে। পরে মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় উপরে উল্লেখিত অপহরণকারীরা ভিকটিমের ভাইকে ফোনে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নাঈম সুনামগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে অপহৃতের বড় ভাই নাঈম তার ছোট ভাইকে উদ্ধারসহ আইনগত সহায়তা প্রাপ্তির জন্য র‍্যাবের কাছে আবেদনসহ সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত জিডির কপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ২০ অক্টোবর রাতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে অপহৃত ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে হোতা ইউনুস আলীসহ ৫ জনকে আটক ও তাদের কাছ থেকে অপহৃত মো. রাহিমকে উদ্ধার করেন।

রাহিমকে উদ্ধারের পর তার বড় ভাই নাঈম বন্দর থানায় হাজির হয়ে নিজে বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা করেন।

এ সম্পর্কিত আরো খবর

বিএনপিতে জাকির খানের উত্থানে ঈর্ষান্বিত হয়ে তৈমুর ফাঁসিয়েছেন : আইনজীবী

    এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : বিএনপিতে জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ায় জাকির খানের উত্থানে ঈর্ষান্বিত হয়ে ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তৈমুর আলম...

Read more

রূপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ...

Read more

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবী আদায়ে স্বৈরাচারী শেখ হাসিনা পতন আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ জন শহীদ শিক্ষার্থী...

Read more
সম্পাদকঃ

কামরুল ইসলাম সোহেল

প্রকাশকঃ

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিবদ্ধনঃ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪.কম সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

৭৮ বঙ্গবন্ধু সড়ক, ফজর আলী ট্রেড সেন্টার(৬ষ্ট তলা)
নারায়ণগঞ্জ – ১৪০০
মীম শরৎ মিডিয়া
ফোনঃ 01711126588
ইমেইলঃ nganjnewsexpress24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
Web Solution – Since 2009