এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
পৃথিবীতে আল্লাহ পাক আমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। অথচ আমরা পৃথিবীতে টাকা-পয়সা ধন-দৌলত এর পিছনে ছুটি। মনে করেন আপনার অঢেল টাকা পয়সা ধন সম্পত্তি রয়েছে কিন্তু আপনার ছেলে সন্তান মানসিক অসুস্থ কিংবা আপনি নানান কঠিন রোগে জর্জরিত আপনার সেই টাকা-পয়সা ধন দৌলত আপনার কোন কাজে আসছে না। টাকা পয়সা ধন দৌলতই যদি পৃথিবীতে সব কিছু হতো তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওহুদ পাহাড় স্বর্ণে পরিণত হতো কিন্তু তিনি সহ তার আহলে বায়াতগন কতই না সাধারন ভাবে জীবন যাপন করেছেন। জ্বিন এবং ইনসান কে আল্লাহ পাক তার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এটা চিন্তা করি না যে, আল্লাহপাক তো আমাদের দুইটা হাত ঠিক রেখেছেন রাস্তাঘাটে এমনও মানুষ দেখি যাদের হাত নেই, যাদের পা নেই আল্লাহপাক তো আমাদের চলাচলের জন্য দুইটা পা ঠিক রেখেছেন। এটাই তো সবচেয়ে বড় নেয়ামত।
আপনারা জানেন, যে মাটি থেকে আমাদের তৈরি সেই মাটিতেই আমাদের মিশে যেতে হবে। আমার সাথে কিছুদিন আগে একজন পীর সাহেবের সাথে দেখা হয়েছিল তো কোন একটা কথা প্রসঙ্গে উনি বলেছিলেন নামাজের প্রতি রাকাতে দুইটা সেজদা দেয়ার কারণ- প্রথম সেজদায় আমরা আত্মপ্রকাশ করি “মিনহা খালাকনাকুম” আর দ্বিতীয় সেজদায় “ওয়া ফিহা নুঈদুকুম” অর্থাৎ আল্লাহপাক বলেন “আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনব” তবে কিসের এত আত্ম অহংকার আমাদের একদিন তো সবাইকেই এই মাটিতেই মিশে যেতে হবে। ভাইয়েরা বাবারা আত্ম অহংকার করে বড় বড় কথা থেকে আমরা সব সময় বিরত থাকার চেষ্টা করি। মনে রাখবেন কিছু কিছু সময় চুপ থাকা ও এক ধরনের ইবাদত।
আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতা নামক সেই নিয়ামত দান করুন এবং আত্ম অহংকার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমীন 🤲
প্রতি সপ্তাহের ন্যায় গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় এসব কথা বলেন।
রূপগঞ্জে খাল দখল করে বাড়ি নির্মাণ
এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় সরকারী খাল দখল করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গ্রামের পানি নিস্কাশনের একমাত্র খালটি...