এনগঞ্জনিউজএকাসপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের জমি ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল রবিবার সকালে স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেঘনা শিল্প নগরী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কুলের সামনে এসে শেষ হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, বিএনপি নেতা আশরাফ প্রধান, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, প্রভাষক বাহাউল হক, সহকারী শিক্ষিকা সানোয়ারা বেগম, যুবদল নেতা শাহাদাত হোসেন, ইয়াসিন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জমিটির একাংশ স্কুলের নামে ক্রয় করা এবং অপর অংশ ২০১০ সাল থেকে সরকারের কাছ থেকে স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে লিজ নেয়া হয়েছে। লিজ নেওয়ার পর জমিটিতে স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে নামজারি ও দিয়ারা রের্কড করা হয়। পরবর্তীতে জমিটিতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্কুল কর্তৃপক্ষ উন্নয়নের জন্য একটি মার্কেট নির্মাণ করেন। সেখানে একটি মসজিদ ও নির্মাণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এলাকায় ভূমিদস্যু হিসেবে খ্যাত আব্দুল মতিন নামে এক ব্যাক্তি জমিতে ক্রয় সূত্রে মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড সাটিয়ে দেয়। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয়রা। তাদের দাবি ভুমিদুস্য আব্দুল মতিন জাল দলিল তৈরি করে এ জমি দখলের চেষ্টা করেছেন। এর আগেও সে বিভিন্ন মানুষের জমি জাল দলিল তৈরি করে দখল করেছেন। গতকাল রবিবার সকালে জমি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
অভিযুক্ত আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এ সম্পত্তি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করেছেন। এ সম্পত্তি সরকারের পক্ষে জেলা প্রশাসক স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে লিজ বরাদ্ধ দিয়েছেন তাহলে কিভাবে রেকর্ডীয় সম্পত্তি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাগজপত্র নিয়ে বসলেই এটি ব্যক্তি সম্পত্তি না সরকারী সম্পত্তি তা পরিষ্কার হয়ে যাবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে জমি বরাদ্ধ দেওয়া হলে অবশ্যই জমি উদ্ধার করা হবে। কেউ সাইনবোর্ড সাটালেই তার জমি হয়ে যায় না। তবে যেব্যক্তি জমিতে সাইনবোর্ড দিয়েছে তাকে কাগজপত্র নিয়ে আসার জন্য তাগিদ দেওয়া হবে।
বিএনপিতে জাকির খানের উত্থানে ঈর্ষান্বিত হয়ে তৈমুর ফাঁসিয়েছেন : আইনজীবী
এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : বিএনপিতে জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ায় জাকির খানের উত্থানে ঈর্ষান্বিত হয়ে ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তৈমুর আলম...