এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
আমরা অনেকেই অনেক নিয়ত করে থাকি, কেউ ভালো কাজের নিয়ত আবার কেউবা খারাপ কাজের। সবার সব কাজই কি পূরণ হয়? ভালো কাজে শুধুমাত্র আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি গণই উপস্থিত হতে পারেন এবং আল্লাহপাকের মনোনীত ব্যক্তিগনকে আল্লাহপাক সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখেন। আমরা যারা দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফে প্রতি সপ্তাহে উপস্থিত হয়ে এই আজিমুশশান মাহফিলের ফায়েজ গ্রহণ করি নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের সেই মনোনীত ব্যক্তিগনদের কাতারে আছি। আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি মহান পরাক্রমশালী আল্লাহ আমাদেরকে তার প্রিয় হাবিব আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বাংলাদেশের জমিনে প্রেরণ করেছেন। বাংলাদেশ হচ্ছে অলি আউলিয়ার দেশ এই দেশে অলি আউলিয়াগন প্রেমের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল যে, ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত ও ঠিক রাখি এছাড়াও নফল বন্দেগীতে মশগুল থেকে আল্লাহকে পাওয়ার পথ অনুসন্ধান করি। পৃথিবীতে অনেক মুসলিম দেশ রয়েছে যেখানে শুধুমাত্র কোনরকম ভাবে ফরজ ইবাদতগুলো পালন করে থাকে তাদের মনে খোদাভীরু একেবারে নেই বললেই চলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন বাংলাদেশের পতাকার রং সবুজ, পাসপোর্ট এর রং সবুজ আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গম্বুজের রংও সবুজ। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে তাইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতও অত্যাধিক।
ভাইয়েরা বাবারা, আমাদের সকলের যাত্রার শেষ গন্তব্য আমরা জান্নাতকে কেন্দ্র করে এগোচ্ছি! কিন্তু আমরা কি জানি পরোজগতে জান্নাতে যাওয়ার মাধ্যমটা কি? দারুন ইশক হুসানিয়া খানকা শরীফ যার নামে নামকরণ করা হয়েছে সেই হুসাইন পাক (রা:) সহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বায়াত তথা পাক পাঞ্জাতন আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন জান্নাত পাওয়ার সঠিক মাধ্যম কেননা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দোজাহানের বাদশা, পাক পাঞ্জাতনের বাকি সদস্যগনদের মধ্যে মাওলা আলী কারামুল্লাহ হচ্ছেন বেলায়েতের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কারামুল্লাহ সম্পর্কে এরশাদ করেন আমি যদি জ্ঞানের শহর হই সেই জ্ঞানের দরওয়াজা হচ্ছে মাওলা আলী, পাক পাঞ্জাতনের আরেক সদস্য মা ফাতেমা তুজ জোহরা রাঃ হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দার আর বাকি দুই সদস্যগণ ইমাম হাসান রাঃ এবং ইমাম হুসাইন রাঃ হচ্ছেন জান্নাতে যুবকদের সর্দার। সুতরাং জান্নাত যদি পেতে হয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল থেকে পাক পাঞ্জাত আঃ এর আদর্শ অনুসরণ অনুকরণ এবং বুকে ধারণ করে তাদের গোলামীতে থাকুন জান্নাত আমাদের জন্য অবধারিত হবে।
আল্লাহ পাক আমাদের সবাইকে তার মনোনীত ব্যক্তিদের কাতারে রাখার তৌফিক দান করুন, আমীন ।
প্রতি সপ্তাহের ন্যায় গতকাল (৩১অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ এসব কথা বলেন।