MENU

আজকের বাংলা তারিখ

  • আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৬:৩২
Search
Close this search box.
শেখ হাসিনাকে খুশি করতে শমী কায়সার জিয়াউর রহমানকে কটূক্তি করেন : পিপি

শেখ হাসিনাকে খুশি করতে শমী কায়সার জিয়াউর রহমানকে কটূক্তি করেন : পিপি

mini-logo
প্রকাশিতঃ

 

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারের রাজধানীর উত্তরাপূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা শমী কায়সারকে হাজির করে ৭ দিন রিমান্ডে নিতে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

এদিন আদালতে শমী কায়সারকে রিমান্ডে নেওয়ার পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

শুনানিতে ফারুকী বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে টেকানোর জন্য শমী কায়সার বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মানুষের ভোট হরণ করার জন্য বিভিন্নভাবে নাটক তৈরি করতো। তার মা আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ব্যানারে নাটক, সিনেমার মাধ্যমে তারা হাসিনাকে সহযোগিতা করেছেন। কোটাবিরোধী আন্দোলনের সময় শমী কায়সারের নেতৃত্বে বৈষম্যবিরোধীদের বিরোধিতা করেছেন। যেসব শিল্পীরা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন তাদের গরম পানি নিক্ষেপ করা হয়। এসবের নেতৃত্ব দিয়েছেন উনি। যে চুরি করে আর যারা সহযোগিতা করে উভয়ই সমান অপরাধী। হাসিনাকে খুশি করে সুবিধা আদায়ের লক্ষ্যে এরা জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছেন।

অপরদিকে শমী কায়সারের আইনজীবী বলেন, স্বনামধন্য অভিনেত্রী তিনি। বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে। এ মামলার সঙ্গে ওনার কোনও সংশ্লিষ্টতা নেই। তার রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করছি।

শমী কায়সার আদালতে বলেছেন, ‘আমি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো ধরনের অর্থ দেইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটা অন্যায়। আমি কখনো কাউকে নিয়ে কটাক্ষ করিনি।’

শমী কায়সার আরও বলেন, ‘আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। এছাড়া, ১৮ জুলাইয়ের যেদিনের ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। সেদিন আমি ই-ক্যাবের মিটিংয়ে ছিলাম। সারা দেশে ইন্টারনেট বন্ধ হওয়ায় তা যেন দ্রুত চালু করা হয়, সে বিষয়ে আমরা সরকারকে অবহিত করি। আন্দোলনে এতো মানুষের মৃত্যু আমি মেনে নিতে পারিনি।’

এদিন শমী কায়সারের আইনজীবী কারাগারে ডিভিশনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। তবে তিনি অসুস্থ থাকলে যথাযথ চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নথি থেকে জানা গেছে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শমী কায়সার।

শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া, ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি। অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-ক্যাবের সভাপতি ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

এ সম্পর্কিত আরো খবর

দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম...

Read more

এ এম এম নাসিরকে প্রধান নির্বাচন কমিশনার করে প্রজ্ঞাপন

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।...

Read more

নারায়নগঞ্জে লালন মেলায় বাঁধার চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর মধ্য নরসিংপুরে মরমি সাধক লালন ফকিরের স্মরণে আয়োজিত মেলাকে তৌহিদী জনতা প্রতিহতের...

Read more
সম্পাদকঃ

কামরুল ইসলাম সোহেল

প্রকাশকঃ

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিবদ্ধনঃ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪.কম সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

৭৮ বঙ্গবন্ধু সড়ক, ফজর আলী ট্রেড সেন্টার(৬ষ্ট তলা)
নারায়ণগঞ্জ – ১৪০০
মীম শরৎ মিডিয়া
ফোনঃ 01711126588
ইমেইলঃ nganjnewsexpress24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
Web Solution – Since 2009