এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেল চালিত বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করায় অর্ধবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে বাস ভাড়া কমানো নিয়ে সভা হয়েছে। সেখানে আমাদের দাবি ছিল ৪৫ টাকা। কিন্তু আলোচনার পর আমাদের অনেকাংশ দাবি বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। বাস মালিকদের সঙ্গে আমাদের কোন বিরোধ নাই।
এর আগে এদিন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা নিয়েছে। এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা করা হোক। এ জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি কমিটি করে দেই। তারা দীর্ঘদিন এ বিষয়ে কাজ করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সাথে কথা বলেছে।
তিনি আরও বলেন, এপ্রিলের পর ডিজেলের দাম ৩ পয়সা কমানো হয়েছে। আগে বাসগুলো শাপলাচত্বর হয়ে বাইতুল মোকাররম আসতো। কিন্তু ফ্লাইওভার হবার পর এটা আর করতে হয় না। তাই আমরা মাইলেজ আবার পরিমাপ করেছি। এখানে বাস মালিকদেরও লাভের বিষয় আছে। সর্বোপরি ৪৫ টাকা ভাড়া আমরা নির্ধারণ করতে পারবো না। সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে, শহরের যে কোনো পয়েন্ট থেকে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করলাম। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।
বাস মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী সোমবার থেকে আমাদের নির্ধারণ হারে (৫০ টাকা) ভাড়া রাখবেন। সেটা বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শিবুমার্কেট যেখান থেকেই হোক।
জেলা প্রশাসক বলেন, বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার একটি কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের অনুরোধ করবো, ৫০ টাকা নির্ধারণ করলাম। এটি মেনে নিয়ে আগামীকাল অর্ধবেলা হরতালের যে ঘোষণা দিয়েছে সেটি তারা আজ প্রত্যাহার করবেন। আশাকরি, যাত্রী অধিকার ও বাস মালিকদের যে দাবি তা আজকের ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি হবে।
কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না জানিয়ে বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবহন খাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে সেটি আমরা কঠোর হস্তে দমন করবো। আপনাদের যদি কোনো চাঁদাবাজির শিকার হতে হয় তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।
এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, আগামীতেও যে কোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো।
এ সময় তিনি জেলা প্রশাসক, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলকে ধন্যবাদ জানান। একইসাথে যাত্রী অধিকার ফোরামের সাথে যুক্ত গণসংহতি আন্দোলন, ন্যাপ, নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জ বাসীসহ সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র সংগঠক, খেলাঘরের উপদেষ্টা রথিন চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুর উদ্দিন, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সিপিবি জেলা শাখার সভাপতি হাফিজ উদ্দিন, বাসদ জেলা শাখার আবু নাইম খান বিপ্লব, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, যাত্রী অধিকার ফোরামের সদস্য সচিব ধীমান সাহা জুয়েল প্রমুখ।
এর আগে, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভাড়া কমানোর দাবিতে ২২ দিনের কর্মসুচী ঘোষণা করেছিলো সংগঠনটির নেতৃবৃন্দ।