এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
বাড়ির জমির সীমানাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। একই সময়ে তারা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর জ্বালিয়ে স্টিলের আলমারিতে থাকা নগদ দুই লাখ ৮০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণ লুটে নেয়। গতকাল রবিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরী পাড়ার আক্তার হোসেন মাজেদুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহ তোরা হলেন কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত হারুন ও রশিদের ছেলে আক্তার হোসেন মাজেদুল (৪০), তার স্ত্রী আমেনা বেগম (৩৪) ও তার ছোট ভাই সাজেদুল ইসলাম (৩৫)। আহতদের রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
মামলার বাদী আক্তার হোসেন মাজেদুল ও পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত আসামিদের সাথে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার ভোরে একদল সন্ত্রাসী অসৎ উদ্দেশ্যে সীমানার গাছ কাটতে থাকে। এ সময় আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় আছে সশ্রে সজ্জিত হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে সন্ত্রাসী অন্তর চাপাতি দিয়ে আমার মাথায় কুপিয়ে জখম করে। পরে আমার স্ত্রী ও ছোট ভাই আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ও বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙ্গে নগদ দুই লাখ আশি হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ লুটে নেয়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়া পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ ঘটনায় আখতার হোসেন মাজেদুল একই এলাকার মৃত ওসমান গনির ছেলে সন্ত্রাসী আলম মিয়া, শাওন, অন্তর ও আলম মিয়ার স্ত্রী ফাতেমা আলম, দানিশের ছেলে মোমেন, ওসমান গনির ছেলে দানিস, আলমের ছেলে আদর, জাহিদুলের ছেলে আকাশ, ইউনূসের ছেলে পারভেজ, রেজেক এর ছেলে ছেলে আসিফ ও মমিনের স্ত্রী সুমি আক্তার কে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দারি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেয়ায় জিদনী আক্তার (২৩) নামে এক গৃহবধূকেকে পিটিয়ে হত্যার...