এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
জমকালো আয়োজনে উদ্বোধন হওয়া ডনচেম্বার ক্রিকেট প্রিমিয়াম লীগ-২০২৪ সিজন-৪ ‘র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আলবাট্রস।সদ্য সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুর সার্বিক ব্যবস্থাপনায় এবং ডনচেম্বার ভাই ব্রাদার্স গ্রুপ প্রতিবারের মতো এবারো আয়োজন করে টুর্নামেন্টটি।
শুক্রবার (২২নভেম্বর) রাত ৯ টায় ডনচেম্বার প্রভাতী সংসদ মাঠে ব্যাটেল ব্যাডিস বনাম আলবাট্রস
মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। টসে জিতে ব্যাটিং করতে মাঠে নামে আলবাট্রস। বিশাল রানের ব্যবধানে বিজয়ী হয় আলবাট্রস।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমিশনার আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আনোয়ার হোসেন আনু,বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান,ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম। চ্যাম্পিয়ন টিম আলবাট্রস ও রানার্স আপ টিম ব্যাটেল ব্যাডিস কে ট্রফি তুলে দেন
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে বিজয়ী দলকে ১০ হাজার টাকা সম্মাননা এবং রানার্স আপ টিম ৫ হাজার টাকা সম্নাননা দেয়া হয়।টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে মোহাম্মদ ইয়াসিন ও সেরা বলার হিসেবে নির্বাচিত হয়েছে শান্ত।
টুর্নামেন্ট কমিটি পরিচালনা কমিটির সদস্যগন হলেন,সায়মন,অরিন,সজল,রিপন,রিয়াজ সহ প্রমুখ।ধারা ভাষ্যে ছিলেন ফখরুল, ইয়াছিন,অরিন।
টুর্নামেন্ট মোট ৮ টি টিম অংশ নেয়। প্রতি টিমে ৭ জন করে খেলোয়াড় খেলায় অংশ নেয়। ৫ ওভারে খেলায় টুর্নামেন্টে অংশ গ্রহণকারী টিম গুলো হলো:ফ্রেন্ডস গ্রুপ,আলবাট্রস, ডনচেম্বার ব্লাস্টারস,ব্যাটেল ব্যাডিস,ডনচেম্বার সুপার ফাইটারস,উলভারিন,হীট এন বিট,বেস্ট অফ সেভেন।
ফাইনাল খেলা শেষে চলা লেজার শো এবং আতশবাজির মনোরম দৃশ্য উপভোগ করেন দূর-দূরান্ত থেকে আগত ক্রীড়া প্রেমীরা। আতশবাজির মনোমুগ্ধকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন তারা। চোখ ধাঁধানো আতশবাজির আলোকচ্ছটায় আলোকিত হয়ে ওঠে ১২ নং ওয়ার্ডের আকাশ।