এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় সংলগ্ন মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে যুক্ত থাকার অপরাধে র্যাব, সেনা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ যৌথ বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
এমন অভিযান পরিচলনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তামশিদ ইরাম খান রোববার (২৪ নভেম্বর) বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় ৬ জন অপরাধীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আইনে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠনোর আাদেশ দেন। একই সাথে অপরাধের কে ৬ শত টাকা অর্থ দন্ড দিয়ে কারাগারে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তামশিদ ইরাম খান।
জানা যায়, সাম্প্রতিক সময়ে নানাভাবে অপরাদী চক্র সাইনবোর্ড মিতালি মার্কেট সংলগ্ন ও আশেপাশের এলাকায় মাদক ও চাঁদাবাজিসহ নানা নঅপরাদ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো । এই অপরাধীদের কোন অবস্থাতেই দমাতে না পেরে এলাকার লোকজনের ক্ষুদ্ধ অবস্থানের পর নারয়ণগঞ্জ জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তামশিদ ইরাম খানের নেতৃত্বে যৌথ অভিযান চালিিেয়আটক করা হয় অপরাধীদের।
তাৎক্ষনিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে ৬ জনকে কারাদন্ড প্রদান করে নাারয়ণগঞ্জ জেলা কারাগারে পাঠায় ভ্রাম্যমান আদালত।