এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
এবার রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে যাত্রাবাড়ীতে তার গাড়ির পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)।
হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ‘হাসনাত আবদুল্লাহ ভাইকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।
এছাড়া তার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে লাগা ট্রাকের ধাক্কার ছবি দিয়ে হাসনাত লিখেছেন, ‘আমার গাড়িতে আবার মারা হইছে।’ ‘ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীতে।’
এর আগে গতকাল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।
হাসনাত ও সারজিসের সঙ্গে ওই গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। পরে এক সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দেন হাসনাত আবদুল্লাহ।