এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
অর্থ প্রাচুর্যের মধ্যে থেকে আমাদের অনেকের মনের মধ্যে অহংকার তাকাব্বরীর কোনো শেষ থাকে না, অথচ আমরা ভুলে যাই আমরা পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহর গোলামী করার জন্য।
আপনি লেখাপড়া করে অনেক বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন কিন্তু আপনার আচরণের কারনে মানুষ আপনাকে পছন্দ করেন না আপনার এই ডিগ্রির কোনো মূল্য নেই। আপনার আচরণ এমন হওয়া উচিত যেন মানুষে আপনাকে দেখে বলে লোকটা কত উচ্চ শিক্ষিত কিংবা কত ধনী হওয়া সত্তেও লোকটার মাঝে কোনো অহংকার বা তাকাব্বরী নেই।
মনে রাখবেন, অহংকার ও তাকাব্বরী আপনার সকল আমল ইবাদত ধ্বংস করে দেয়!
ভাইয়েরা বাবারা দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফ এমন একজনের নামে নামকরণ করা হয়েছে, যেই হোসাইন পাক চাইলে কারবালার ময়দানে ৭২ হাজার কেন ৭২ লক্ষ সৈন্যকেও পরাজিত করতে পারতো! কিন্তু তিনি তাকাব্বরি না করে তার নানাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বাণী ও আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে অত্যন্ত নমনীয় ভাবে পরিচালিত করে আল্লাহর নিকট্য লাভ করার চেষ্টা করি।
আল্লাহপাক আমাদের সবাইকে বোঝার এবং সেই মতে আমল করার তৌফিক দান করুন, আমীন।
প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ এসব কথা বলেন।