এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক ও যাত্রীসহ ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলো ঘটেছে মঙ্গলবার সকালে বিশনন্দী ইউনিয়নের তালতলা এলাকায় এবং দুপুরে আড়াইহাজার-মদনপুর আঞ্চলিক সড়কের কৃষ্ণপুরা এলাকায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশনন্দী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজার যাওয়ার পথে তালতলা এলাকায় একটি সিএনজির এক্সেল ভেঙে যায়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি হাইয়েস মাইক্রোবাসের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের পর সিএনজি উল্টে বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ দুর্ঘটনায় সিএনজি চালক লোকনাথসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মনসুর আলী (চালার চর, বিশনন্দী), যাত্রী মো. খলিল মিয়া (হেমনা থানা), এবং মাইক্রোবাসে থাকা এক মহিলা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের মধ্যে খলিল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
একই দিন দুপুরে আড়াইহাজার-মদনপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণপুরা এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। সিএনজি গ্যারেজের মিস্ত্রি সেলিম মিয়া সিএনজি নিয়ে পরীক্ষা করতে বের হলে সামনের ব্রেক চাপার পর পিছন থেকে আরেকটি সিএনজি ধাক্কা দেয়। এতে সেলিমের সিএনজি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
এ দুর্ঘটনায় সেলিম মিয়া এবং তার সিএনজিতে থাকা আরেকজন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
দুই দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।