এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
বায়ুদূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জরিমানা আরোপ করা হয় এবং এসব ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
জরিমানা করা ইটভাটাগুলোর তালিকা: মেসার্স মায়ের দোয়া ব্রিকস ৫০,০০০ টাকা, মেসার্স আল মদিনা ব্রিকস ৫০,০০০ টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকস ৩০,০০০ টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকস ৭৫,০০০ টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকস ১,০০,০০০ টাকা।
অভিযানে ইটভাটাগুলোকে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তারা আরও জানান, বায়ুদূষণ রোধে জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।