আজকের বাংলা তারিখ

  • আজ শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ ইং
  • ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
  • ১০ই রজব, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, রাত ২:১৪
না’গঞ্জ শহীদ মিনারে প্রকাশ্যে শিক্ষার্থীদের জুয়ার আসর!

না’গঞ্জ শহীদ মিনারে প্রকাশ্যে শিক্ষার্থীদের জুয়ার আসর!

mini-logo
প্রকাশিতঃ

নগরীতে শহীদ মিনার এখন নানা অপরাধ কর্মকান্ডের আখড়া হিসবে পরিনিত হয়েছে। জুয়া,মাদক,ইভটিজিংসহ নানা অপকর্মের জন্য এখন অপরাধীদের অভয় আরণ্যস্থল হিসেবে গড় উঠেছে এই শহীদ মিনার প্রাঙ্গন। গত ৫ আগষ্টের আগে বিগত সরকার দলীয় লোকদের নিয়ন্ত্রনে ছিলো পুরো শহীদ মিনার। সকল অপকর্মের মূল হোতা ছিলো একটি বাহিনী। তবে ৫ আগষ্টের পরে এখন চলছে কাদের নিয়ন্ত্রনে?

গতকাল সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বেধিতে এক দল তরুণ-তরুণী প্রকাশ্যে জুতা পায়ে,হাতে জুয়ার কার্ড নিয়ে জুয়ার আসর বানিয়ে বসেছিলো। শুধু গতকালই না এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে এইখানে। স্কুল কজেলের শিক্ষার্থীদের এমন বেপরোয়াপানা নষ্ট হচ্ছে শহীদ মিনারের প্রবিত্রতা ও সোন্দর্য।

শহীদ মিনারটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের আওয়াতাধীন হলেও সিটি কর্পোরেশন থেকে নেই কোন নিরাপত্তা বা প্রতিনিয়ত পরিসস্কার পরিছন্নতার ব্যবস্থা।পুরো শহীদ মিনার দখলে রয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা তরুন-তরুণী  ও নানা বয়সের মানুষদের।

সরকার পতনের পূর্বে শহীদ মিনারে প্রতিনিয়ত পুলিশের একটি টহল টিম থাকলেও এখন আর সেই চিত্র চোখে পরে না বললেই চলে। প্রশাসনের এমন নীরব ভূমিকাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে একদল তরুণ-তরুণী। তারা প্রতিনিয়ত কোন না কোন কারনেই বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে শহীদ মিনারে।

স্থানীয় এক ব্যাক্তি জানায়,প্রতিদিনই এইখানে স্কুল,কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা আসে। এদের মধ্যে অনেকি অনেক বেপরোয়া ভাবে শহীদ মিনার প্রাঙ্গনে নানা অপরাধ কর্মকান্ড করে থাকে। এদেরকে এই বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলেই দল,বল নিয়ে এসে তারা হামলা করে সেই ব্যাক্তির উপর তাই ভয়ে এদের কেউ কিছুই বলেনা। তবে,আগে প্রশাসনের তৎপরতা ছিলো তাই আগে এমন ভাবে প্রকাশ্যে কেউ অপরাধ কর্মকান্ডে লিপ্ত হতো না শহীদ মিনারে। প্রশাসনের নীরব ভূমিকাকে কাজে লাগিয়ে চলছে তাদের এমন অপরাধ কর্মকান্ড।

নারায়ণগঞ্জের স্থানীয় এক পত্রিকার সাংবাদিক বলনে,আমি প্রায় সময়ই শহীদ মিনারে আসি চা খেয়ে একটু সময় নিরিবিলি ভাবে বসে সময় কাটানোর জন্য, তবে এইখানে এসে যে দৃশ্য চোখে পড়ে আসলে এইগুলো মেনে নেওয়া কষ্টকর। প্রকাশ্যে ছেলেপেলে মিনারের বেধিতে বসে জুতা পায়ে ধুমপান করেছে অন্যদিকে তরুন-তরুণীরা প্রকাশ্যেই মেতে থাকে অশ্লীলতায়। আসলে এমন চিত্র শহীদ মিনানের জন্য কোন ভাবেই কাম্য নয়। আমি একজন সাধারন নাগরিরক হিসেবে প্রশাসন ও শহীদ মিনার সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত শহীদ মিনারের সোন্দর্য রক্ষার্তে ব্যবস্থা গ্রহন করুন।

এই বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামকে কল করলে তিনি বলনে,আমি আমার উর্ধতন কর্তপক্ষের সাথে কথা বলে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।

এ সম্পর্কিত আরো খবর

দল ভারি করার জন্য অনুপ্রবেশকারীদের সুযোগ দিচ্ছে অনেকে : আশা

    এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, তারা বলেছিলেন...

Read more

শেখ হাসিনার মরণকাল এসে গেছে : দিপু ভূঁইয়া

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, শেখ হাসিনা যতই চেষ্টা করুক তার মরণকাল...

Read more

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।তবে কারও...

Read more
সম্পাদকঃ

কামরুল ইসলাম সোহেল

প্রকাশকঃ

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিবদ্ধনঃ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪.কম সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

৭৮ বঙ্গবন্ধু সড়ক, ফজর আলী ট্রেড সেন্টার(৬ষ্ট তলা)
নারায়ণগঞ্জ – ১৪০০
মীম শরৎ মিডিয়া
ফোনঃ 01711126588
ইমেইলঃ nganjnewsexpress24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
Web Solution – Since 2009