এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইজিবাইকের ধাক্কায় রিয়াদ হাসান (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরোহী কাজল মিয়া (২৪)।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াতক আলী।
নিহত রিয়াদ হাসান রূপগঞ্জ উপজেলার বানিয়াদী গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
পুলিশ জানায়, উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিয়াদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হাসানকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কাজল মিয়ার চিকিৎসাধীন আছেন।