এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহর বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয় মাদকবিক্রেতাদের বিরোধিতা করা ও মাদকের বিরুদ্ধে আন্দোলনের কারণে তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার লাবড়াপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় মাসুম বিল্লাহর বাড়িতে গিয়ে বাইর থেকে উপর্যুপরি গুলি চালায় একদল যুবক। বেশ কয়েক রাউন্ড গুলি বাড়ির দিকেও ছোড়া হয়।
মাসুম বিল্লাহ বলেন, আমাকে হত্যার উদ্দেশে আমার বাড়িতে গুলি করা হয়েছে। আমি নিজের জীবন দিয়ে হলেও আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ। হামলার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে ছাত্রদলের নেতাকর্মীরা খবর পেয়ে ছুটে গেলে তারা পালিয়ে যান।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করা মানুষ আমি, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাবো।