এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ- ৭১এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শিরোনামে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের শ্রেষ্ঠ ঘটনা। এই যুদ্ধের সাথে কোনো কিছুর তুলনা হয় না। অনেক তরুণ, কৃষক, শ্রমিক মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। যারা দেশ স্বাধীনের পর নিজ নিজ কাজে ফিরে গিয়েছিলেন।
জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, দেশে দুটি দেশপ্রেমিক শক্তি। একটি সেনাবাহিনী অন্যটি জামায়াতে ইসলামী। আমি তীব্রভাবে এ বক্তব্যের নিন্দা জানাই। জামায়াতের উচিত ছিল একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। কিন্তু তারা একাত্তরকে আড়াল করতে নানা বক্তব্য দিচ্ছে। জামায়াতে কাছ থেকে আমরা এসব বক্তব্য আশা করি না।’
তিনি ভারতের সমালোচনা করে বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের সকল অপকর্মের হোতা। ভারত তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে যখন শেখ হাসিনার বিচারকাজ শুরু হয়েছে, তখন ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এসব কোনো বন্ধুরাষ্ট্রের কাজ হতে পারে না।’
তিনি বলেন, ‘বিএনপি গত ১৬ বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করেছে। এখন অনেকে সংস্কারের কথা বলেন, সংস্কার আমরাও চাই। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে দেশের ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। এখন নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচন প্রয়োজন। জণগণের সরকার জনগণই নির্বাচিত করবে। সংস্কারের নামে সময় নষ্ট করা ঠিক হবে না।