এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
অবশেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপের বিরোধ অবসান ঘটতে যাচ্ছে। মূলধারার বিএনপিতে ফিরে আসছেন কট্টরপন্থী দুই নেতা আব্দুস সবুর সেন্টু,আওলাদ হোসেন ও দিদার খন্দকার।এমনই ইংগিত দিচ্ছেন অনেকে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি রাজনীতিতে গ্রুপিং বা বিদ্রোহী গ্রুপে থাকলেও হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে দুই গ্রুপের নেতারা এক কাতারে সামিল হয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ঘোষনার পর থেকেই বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপের প্রথম সারির নেতা ছিলেন আব্দস্ সবুর সেন্টু, আওলাদ হোসেন, ও দিদার খন্দকার।অন্যদিকে এডভোকেট সাখাওয়াত হোসেন এবং এডভোকেট আবু,আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন মূলধারার নেতা ছিলেন,মনির খান, মাসুদ রানা ও ফতেহ মোঃ রেজা রিপন,নাজমুল,মনির হোসেন।দলীয় বিভেদ ও কোন্দল থাকলের হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনের প্রশ্নে কেউ বদু প্যানেলে, আবার কেউ মাসুদ রানার প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জানা গেছে,বদু প্যানেলে আওলাদ হোসেন ও দিদার খন্দকারের জায়গা না হওয়ায় মহানগর বিএনপির মূলধারার নেতাদের নিয়ে গঠিত প্যানেলে যোগ দিয়েছেন আওলাদ হোসেন ও দিদার খন্দকার।
বদু প্যানেলে বিএনপির বিদ্রোহী গ্রুপের কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত আব্দুস সবুর সেন্টু এবং মূলধারা বিএনপির নেতা মনির খান, মনির হোসেন মিলিত হয়েছেন।মাসুদ রানার প্যানেলে বিএনপি বিদ্রোহী গ্রুপের নেতা আওলাদ হোসেন,দিদার খন্দকার এবং মূলধারার রেজা রিপন,নাজমুল মিলিত হয়েছেন।
এ নিয়ে বিএনপি শিবিরে চলছে নানান গুঞ্জন।প্রবীণ বিএনপি নেতারা মনে করেন,হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনের বিএনপির দুই গ্রুপের যেই মিলন মেলা ঘটছে তা যেন আগামীতে অটুট থাকে।তাহলে বিএনপি শক্তিশালী হবে।মহানগর বিএনপিতে আর কোন বিরোধ রইলো না।আব্দস্ সবুর সেন্টু ও আওলাদ হোসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূলধারার সাথে যুক্ত হচ্ছেন এমন আভাস পাওয়া গেছে।মহানগর বিএনপিতে বিদ্রোহী গ্রুপ নামক কোন গ্রুপ থাকবে না। শহর জুড়ে এমনই চাউর।
উল্লেখ্য, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন (২০২৫-২০২৭) আগামী মাসের ৩ ফেব্রুয়ারি। এবার দু’টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে বিজয়ী হবে ১৭ জন। বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি বদিউজ্জামান বদুর নেতৃত্বে
আলহাজ্ব বদিউজ্জামান বদু -এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত প্যানেলে সাধারন গ্রুপে ১২ জন পরিচালক এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন পরিচালক পদপ্রার্থী ।অন্যদিকে মাসুদ রানার নেতৃত্বে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলে সাধারন গ্রুপে ৮ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন পরিচালক পদপ্রার্থী। হোসিয়ারী ঐক্য ফোরাম সাধারন গ্রুপে পূর্ণ প্যানেল দিতে পারেনি।