এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জে বায়ু দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোনারগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি স্টিল মিলকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা অভিযানে অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
অভিযানে নানাখীর বড়ইবাড়ি এলাকায় মুনতাহা স্টিল মিলস লিমিটেডকে ২ লাখ টাকা, কাঁচপুর ইউনিয়নের মদনপুর এলাকায় সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলসকেন এক লাখ টাকা ও কাঁচপুর এলাকায় রহিম স্টিল মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দূষণ সৃষ্টিকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় সরকারের কঠোর মনোভাবের প্রমাণ। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।