এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল। পরে ৬ জানুয়ারি নতুন একটি প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি পদে বহাল রাখা হয়। তবে তিন দিনের মাথায় আবারও আদেশ পরিবর্তন করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জে বদলি করা হলো।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৬ সালে তিনি লালমনিরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। রাজবাড়ির ডিসি হওয়ার আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। গত বছরের ৩০ অক্টোবর তাকে রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তার জন্ম টাঙ্গাইল জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রী গৃহিণী। তিনি যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে ২০২২ সালে উপসচিব পদে পদোন্নতি পান।