এনগঞ্জনিউজঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী।
বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিল্লা-নোয়াখালী সড়কের ভৈষকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া।
নিহত তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম উপজেলার গুনতী এলাকার এবং মাসুদ (২৮) একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা।
লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক বলেন, হতাহতরা একটি মাহফিলে অংশগ্রহণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভৈষকোপিয়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।”
মোবারক হোসেন আরও বলেন, “বৃহস্পতিবার রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার মধ্যেও মোটরসাইকেল-ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। যে কারণে এ সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটেছে।”
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।