এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
আল্লাহ পাক যখন যাকে ডাক দিবেন সেই ডাকে সাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই।
আমাদের আশেপাশে অনেক কাছের মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আল্লাহ পাক কখন যে কাকে ডাক দিবেন তা আমরা কেউই জানিনা। তাই মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে ভয় করে ইসলামের সকল হুকুম আহকাম গুলো মেনে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যার আপনজন পৃথিবী ছেড়ে চলে যায় সেই বুঝে আপনজন হারানোর কি ব্যথা? আমাদের দারুল ইসক্ হুসাইনী খানকা শরীফের নিয়মিত আশেক, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল ভাই এবং আমার কাজিন লিটন ভাই আল্লাহ ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াটা আমাদের ব্যথিত করেছে। ঠিক তেমনি তার পরিবার প্রতিজনদের উপর শোক বয়ে এনেছে। আল্লাহপাক উনাদের জান্নাতের আ’লা মাকাম দান করুন এবং উনাদের পরিবারকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে মৃত্যুর কথা স্মরণ করে হালাল পথে চলার তৌফিক দান করুন।
হারাম এবং হালালের পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্যই দারুল ইশক্ হুসাইনা খানকা শরীফ প্রতিষ্ঠা করা হয়েছে। দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফের মূল ভিত্তি হচ্ছে পাক পাঞ্জাতন আলাইহি ওয়াসাল্লাম।
পাক পাঞ্জাতন কে ভালবেসে তাদের গোলামী করলে ইহকাল এবং পরকাল উভয় জগতেই মুক্তির পথ খুঁজে পাবেন।
ভাইয়েরা বাবারা চলছে রজব মাস, সুলতানুল হিন্দ খাজা গরীবে নেওয়াজ আজমেরী সাঞ্জেরী (রঃ) এর পবিত্র ওরশ মোবারক তারপরই আমাদের শাবান মাস ও রমজান মাস চলে আসবে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া করতেন যেন রমজান মাস পর্যন্ত হায়াত এর মধ্যে আল্লাহপাক বরকত দেন। এবং রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন তাই আমরাও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উম্মতগণ এই মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নিয়ে রাখি। রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দেন এবং রমজান মাসে আমল ইবাদতের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ গুলো ক্ষমা করাতে পারি, আল্লাহপাক আমাদের সেই তৌফিক দান করুন, আমীন ।
প্রতি সপ্তাহের ন্যায় গত বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় এসব কথা বলেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।