এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) এতে ইমামতি করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ।
লাখ লাখ মুসল্লির সঙ্গে জামায়েত বদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে গাজীপুরসহ আশপাশ জেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। অনেকেই রাতেই ময়দানে এসে অবস্থান নেন। মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় বিশ্ব ইজতেমা ময়দান।
শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিরাপত্তার জোরদার করা হয়েছে। সাত হাজার পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে। ওয়াচ টাওয়ার, ড্রোন, সিসি ক্যামেরা, হেলিকপ্টার টহল ও মোবাইল কোর্টের ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ী নেজাম অনুসারীরা। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ দুই পক্ষের দ্বন্দ্বে এবছর প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আরম্ভ হবে দ্বিতীয় পর্ব। এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। ৮ দিন পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।