এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে “নবীন আলেম সংবর্ধনা-২০২৫ ও উম্মাহর সংকট উত্তরণে নবীন আলেমদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জানুয়ারী) সকালে শিবু মার্কেটস্থ আইসিএবি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, গবেষক ও সংগঠক মাওলানা নূরুল করীম আকরাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আকরাম বলেন, “ওলামায়ে কেরাম নায়েবে রসূল। তারা রাসূল (সা.)-এর উত্তরসূরি হিসেবে সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নবীজীর আগমনের মাধ্যমে জাহেলি যুগ স্বর্ণালী যুগে পরিণত হয়েছিল। তেমনি আলেমদেরও আজ আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ্ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল। তিনি বলেন, “দেশে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে আজ দূর্নীতি মহামারীর আকার ধারণ করেছে। নবীন আলেমদের উচিত এ থেকে জাতিকে মুক্ত করতে স্বাধীনতার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আলী বলেন, “ত্রিধারা শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছে। কওমি আলেমরা জাতির জন্য গুরুত্বপূর্ণ, তাদের নেতৃত্বে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হাকিম দিফায়ী, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, দাওয়াহ্ সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।