ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন তারকার। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তারা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন কলকাতার গায়ক নচিকেতা। উদ্যাপন করতে এসেছিলেন বাংলাদেশে। তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। সেই ছবি পোস্ট করে চঞ্চল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নচিকেতা শুধু একজন মানুষ নয়, একটা আদর্শের নাম।’
চিত্রনায়িকা পরীমনি কারও উদ্দেশে লিখেছেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে দিতে চান ক্যান!’
এদিকে একসময় গায়ক হওয়ার ইচ্ছা ছিল অভিনেতা এফ এস নাঈমের। এখনো অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করেন। তিনি লিখেছেন, ‘নতুন গানটা শেষ করলাম মাত্রই। শিরোনাম—‘আমার তুমি’। কে কে শুনতে চান?’
অন্যদিকে সম্প্রতি সহকর্মীদের সঙ্গে আনন্দ আড্ডায় যোগ দিয়েছিলেন মিশা সওদাগর। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শিল্পী তোমাকে অনেক অনেক হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ভালোবাসা।
কালকে তুমি আমাদের সবাইকে একসঙ্গে করেছ এবং অসম্ভব সুন্দর একটা ট্রিট দিয়েছ; অনেক দিন মনে রাখার মতো। আমরা আমাদের বয়স ভুলে গিয়ে কেবল আনন্দে মেতে ছিলাম। আবার ধন্যবাদ।’
তরুণ অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন।’