ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোর্তোয়া আগামী শনিবার (২০ এপ্রিল) ঢাকা সফরে আসতে পারেন। এই সফরে দুইপক্ষের সম্পর্কের ইস্যূগুলো পর্যালোচনা করা হবে। তবেব এই সফর নিয়ে ঢাকা-দিল্লি কোনোপক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের কথা রয়েছে। ওই সফরকে সামনে রেখেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে ভারত।
প্রতিবেশী বন্ধুপ্রতিম এই দেশটির ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে। এরপরই জুনের সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই আসন্ন সফরের প্রস্তুতি নিচ্ছে।