এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে র্যাব-১০ এর একটি চৌকষ দল হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০) কে ৪০৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে । সেই মামলায় দুই বছরের মধ্যে আসামী হিরু আলম ওরফে হিরু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এমন সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে এই রায়ে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিজ্ঞ বিচারক মো. আমিনুল হক এ রায় প্রদান করেন।
আদলত কর্তৃক রায় ঘোষণার সময়ে আসামি হিরু আলম ওরফে হিরু মন্ডল অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফত্রাী পরোয়ানা জারি করা হয়েছে। মাদক ব্যবসায়ী হিরু আলম ওরফে হিরু মন্ডল সিদ্ধিরগঞ্জের মো. আ. রশিদ মন্ডলের পুত্র।
এই আদেশের বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তবে আসামী পলাতক রয়েছে ।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডবোকেট নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরু আলম ওরফে হিরু মন্ডলকে ইয়াবাসহ আটক করেছিলো র্যাব ১০। পরে এই মামলায় আদালত ৭ জনের সাক্ষ্য প্রমাণের পর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।