এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তার সঙ্গে ছিলেন অন্তর্র্বতী সরকারের তিন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও।
সোমবার (২৮ অক্টোবর) গণভবন জাদুঘর পরিদর্শনে যান তারা।
এদিন দুপুরে এক ফাঁকে গণভবনের পুকুরের পাশে বসে ছবিও তোলেন দুই উপদেষ্টা আসিফ, নাহিদ ও মাহফুজ।
আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা গেছে, আসিফ মাহমুদের কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দুজনে তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সের দিকে।
এ দুই উপদেষ্টার পাশেই বসে আছেন মাহফুজ আলম। হাসিমুখে অন্য কিছুর দিকে তাকিয়ে তিনি।
ছবিটির ক্যাপশনে রসিকতা করেছেন উপদেষ্টা আসিফ। যা নেটিজেনদের মনে ধরেছে। পোস্টের পর তিন ঘণ্টায় ২ লাখ ২২ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। মন্তব্য জমা পড়েছে সাড়ে ১৩ হাজারের বেশি। শেয়ারও হচ্ছে অগণিত।
আসিফ ক্যাপশনে লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে…। ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি. দ্র. : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।
ছবিটির এই ক্যাপশন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের দেওয়া বলে কমেন্ট বক্সে জানিয়েছেন আসিফ।