এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় করা নাশকতার ১০টি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলা বাতিল করেছে হাই কোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ বুধবার এ সিদ্ধান্ত দেয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট কায়সার কামাল।
পরে অ্যাডভোকেট কায়সার কামাল বলেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের বিষয়ে ২০১৬ সালে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে।
আজ বুধবার (অক্টোবর) সবগুলো মামলা বাতিল করা হয়েছে, বলেন এ আইনজীবী।