MENU

আজকের বাংলা তারিখ

  • আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, রাত ৮:১২
Search
Close this search box.
স্বৈরাচারের পথ বন্ধ করতে চাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন : মাওলানা লোকমান

স্বৈরাচারের পথ বন্ধ করতে চাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন : মাওলানা লোকমান

mini-logo
প্রকাশিতঃ

 

 

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেছেন, স্বৈরাচারের ভূমিকায় পুনরায় যেনো কেউ না আসতে পারে সেজন্য চাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। বিশ্বের অধিকাংশ দেশেই এই পদ্ধতির নির্বাচন চলমান। এই নির্বাচন পদ্ধতি চালু হলে দেশে নির্বাচন কেন্দ্রীক সংকট দূর হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর যাবত হত্যা, লুটপাট, গুম, খুনসহ বহু মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলো। এমন কোনো অপকর্ম ছিলো না যা বিগত সরকারের সন্ত্রাসী বাহিনী করেনি। স্বৈরাচারের সহযোগী এবং জুলাই-আগস্টের গণহত্যায় যারা সম্পৃক্ত ছিলো তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ছাত্র জনতার গণ-বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার গণসমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ইসলামী আন্দোলনের জেলাশাখা কার্যালয়ের সামনে গতকাল বিকেল ৩টায় কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ আবুল বাশারের সঞ্চালনায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর এই গণ বিপ্লবের অন্যতম মহানায়ক ছিলেন। আমাদের অনেক কর্মীকে শাহাদাতবরণ করতে হয়েছে। বিপ্লব পরবর্তী সময়গুলো আমাদের কর্মীবাহিনী মন্দির ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা দিয়েছিলো,ট্রাফিক দায়িত্বের পাশাপাশি ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে ব্যাপক অবদান রেখেছে যা আপনারা দেখেছেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ যে সর্বদা জনগণের জন্যই রাজনীতি করে তা এই গণবিপ্লবে আবারো প্রমাণিত হয়েছে। তাই বিদ্যমান ঘুনে ধরা রাজনীতি ও দেশে চলমান সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফারুক আহমেদ মুন্সী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং হাজী মুহাম্মাদ ওয়াসিম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা।

এছাড়া আরো বক্তব্য প্রদান করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ সাহরিয়ার ফাহিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রাজ্জাকসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলগণ।

এ সম্পর্কিত আরো খবর

মাদক মামলায় হিরু আলমের যাবজ্জীবন কারাদন্ড

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে র‌্যাব-১০ এর একটি চৌকষ দল হিরু আলম ওরফে হিরু মন্ডলকে...

Read more

রূপগঞ্জে খাল দখল করে বাড়ি নির্মাণ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় সরকারী খাল দখল করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গ্রামের পানি নিস্কাশনের একমাত্র খালটি...

Read more

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালকুড়ি খিলপাড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)...

Read more
সম্পাদকঃ

কামরুল ইসলাম সোহেল

প্রকাশকঃ

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিবদ্ধনঃ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪.কম সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

৭৮ বঙ্গবন্ধু সড়ক, ফজর আলী ট্রেড সেন্টার(৬ষ্ট তলা)
নারায়ণগঞ্জ – ১৪০০
মীম শরৎ মিডিয়া
ফোনঃ 01711126588
ইমেইলঃ nganjnewsexpress24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
Web Solution – Since 2009