এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে । রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে হবে। প্রেসক্লাব নিয়ে আমি অনেক কথা বলেছি। আজও বলতে চাই, একটা আদর্শিক জায়গা হল প্রেসক্লাব। এখানে ভাল সাংবাদিক আছে খারাপ সাংবাদিকও আছে। আমি কথা বলি হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে, খারাপ সাংবাদিকদের বিরুদ্ধে । জুলাই আগষ্টে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি । স্বৈরাচারের দোসররা কী নির্যাতন করেছে আমাদের ওপর আপনারা জানেন। কত মানুষকে পঙ্গু করে দিয়েছে, মামলা দিয়ে জেলে নিয়েছে আপনারা জানেন। নারায়ণগঞ্জের গডফাদারের বাহিনী কীভাবে আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন। তাই মানুষ সবার আগে সে সকল অস্ত্রধারীদের বিচার চায়। অস্ত্রধারীদের অস্ত্র তুলে না নেয়া পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নেই।‘
এভাবেই বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এমন মন্তব্য করেন ।
গিয়াস উদ্দিন বলেন, নারায়ণগঞ্জবাসী তাদের সুখে দুঃখে পুলিশকে পাশে চায়। নারায়ণগঞ্জে পাঁচ তারিখের পর এতগুলো মামলা হয়েছে। এ সকল মামলা কেন পুলিশ নিল আমরা জানি না। মানুষ ভাবছে আমরা হয়ত ক্ষমতায়, আমরা হয়ত এ সকল মামলা দিয়েছি। এ সকল কাজে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, যানজটের কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। যারা পুলিশ ও ট্রাফিকের দায়িত্বে আছে তাদের এগিয়ে আসতে হবে। জনগণ যেন এর থেকে পরিত্রাণ পান। আজ চাঁদাবাজ নেই তাহলে কেন দ্রব্যমূল্য এত বেশি কেন। এটা নিয়ে প্রশাসন কাজ করবে বলে আমরা আশা করি। নারায়ণগঞ্জের রাজনীতিবিদদের শপথ নিতে হবে। আমাদের ভাল ও সৎ মানুষদের নিয়ে দল গঠন করতে হবে। অসৎ মানুষকে দলে নেয়া যাবে না। ক্ষমতা চিরদিন থাকে না তবে ক্ষমতায় থাকার সময়কার সময় ইতিহাস হয়ে থাকে। তাই আমরা ভাল মানুষগুলোকে নিয়ে দল গঠন করবো ।
তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী প্রত্যাশা করে বিপ্লবের মাধ্যমে নতুন দেশের। দেশে নতুন একটা আঙ্গিক তৈরি হয়েছে। স্বৈরাচারী প্রশাসনকে তাদের দলীয় প্রশাসন হিসেবে ব্যাবহার করেছে। বর্তমান প্রশাসনকে তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। কোন ব্যক্তি যেন প্রশাসনকে ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
গিয়াসউদ্দিন আরো বলেন, আপনারা জানেন স্বৈরাচারী সরকার এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জের গডফাদার এমন কোন জায়গা নেই যেখান থেকে টাকা পাচার করেনি। আজ তারা বিদেশ থেকে সেসকল টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই তাদের অবশ্যই বিচার করতে হবে এবং এসকল পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে ।