এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন জয় (২০), মো: জাহাঙ্গীর আলম (৪৫), মো: সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো: শাহজালাল। তাদের পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার তুহিন মিয়া জানান, অপরিকল্পিতভাবে পানির কল বসানো কাজ ছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে দেখা গেছে, শ্রমিকরা আগুনে ঝলসে গেছে। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘অগ্নিকাণ্ড ঘটেছে এমন কোনো খবর কেউ আমাদের জানায়নি। জানালে অবশ্যই আমরা আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যেতাম।’
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, ‘সোমবার রাতে গ্যাস দুর্ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। খোঁজ নিয়ে দেখছি কী ঘটনা ঘটেছে।