এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
আসামীদের ব্যবসা প্রতিষ্ঠানেই ব্যানার সাঁটিয়ে ধরিয়ে দেয়ার আহবান জানিয়েছে নারায়ণগঞ্জের সচেতন জনগনের নামে একটি ব্যানার।এমন ব্যানারে শহর জুড়ে চলছে আলোচনার ঝড়।এমনই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ শহরের গুলশান সিনেমা হলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার আসামী হলের মালিক ফয়েজ উদ্দিন লাভলু,তার বেয়াই সাবেক এমপি শামীম ওসমান,পুত্র বিকি,মেয়ে জামাতা অয়ন ওসমান ও আজমেরী ওসমান। তাদের ছবিসহ একটি ব্যানার গুলশান সিনেমা হলে সাঁটানো হয়েছে।১৪ নভেম্বর সোমবার সকালে নগরবাসী সাঁটানো ব্যানারটি দেখতে পায়।নিজের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে নিজের স্বজনদের ধরিয়ে দেয়ার ব্যানার সাঁটানোর ঘটনায় শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।হঠাৎ থমকে হলের ব্যানারটির দিকে তাকিয়ে দেখছেন পথচারীরা।অনেকেই ছুটে আসছেন গুলশান হলের এই ব্যানারটি দেখতে।গতকাল শহরের বিভিন্ন চায়ের টেবিলে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গুলশান হলের ব্যানার।নিজেকে ধরিয়ে দিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানেই ব্যানার।
ব্যানারে দেখা গেছে,সাবেক এমপি শামীম ওসমানের পাশে বেয়াই ফয়েজ উদ্দিন লাভলু,শ্যালক তানভীর টিটু,বিকিসহ অন্যরা।ব্যানারে লেখা রয়েছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী শামীম ওসমানের দোসরদের ধরিয়ে দিন। প্রচারে- নারায়ণগঞ্জের সচেতন জনগন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর শামীম ওসমান ও তার বেয়াই ফয়েজ উদ্দিন লাভলু,শ্যালক টিটু,পুত্র অয়ন,ভাতিজা আজমেরী ও বিকির নামে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়।বর্তমানের তারা সবাই পলাতক। ৫ আগস্টের পর থেকে শামীম ওসমানের বেয়াই লাভলুর মালিকানাধীন গুলশান হলটি বন্ধ রয়েছে।শুক্রবার হলটি খোলার কথা ছিল।এরই মধ্যে সাঁটানো হয় আলোচিত ব্যানারটি।
রাইফেল ক্লাব এখন ভুতুড়ে ভবন, মাদকসেবীদের নিরাপদ আখড়া
এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : সুনসান নিরবতা এ যেন কোন হরর মুভির দৃশ্যপট, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া ইট,কাঠের স্তুপ, দরজা জানালা...