এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
আল্লাহপাক আমাদের মাঝে যাদেরকে পছন্দ করেন তাদেরকে নিয়ম তান্ত্রিকভাবে পরিচালিত করেন। একটি সরল কক্ষপথ তাদের সামনে প্রদর্শন করেন। সেই কক্ষপথ থেকে কেউ যদি লাইনচ্যুত হয়ে যায় ভেবে নিবেন সেই ব্যক্তি গুমরাহে নিমজ্জিত হয়ে পড়েছে। আপনারা সেই সরল পথের দিশারী হোন- যে পথে আল্লাহর সালেহী বান্দগন চলেছেন, যেই পথে ওলি আউলিয়াগন চলেছেন, সাহাবায়ে কেরামগন চলেছেন, নবী আলাইহি ওয়াসাল্লামগন চলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়াতগন চলেছেন। তাদের অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে সেই কক্ষপথে চলুন এই পথই মুক্তির পথ, সিরাতল মুস্তাকিম এর পথ!
আমাদের গন্তব্য কিন্তু একটাই আর সেটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলকে রাজি খুশি করা। আর সিরাতল মুস্তাকিমের পথে চলার মাধ্যমেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার মাধ্যম।
আমি ইতোপূর্বে বহুবার বলেছি আমরা যারা বাংলাদেশে আখেরি নবীর উম্মত হিসেবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি তারা অত্যন্ত ভাগ্যবান। কেননা বাংলাদেশ হচ্ছে অলি আউলিয়ার দেশ, এই দেশের মানুষ ধর্মভীরু, আল্লাহর প্রতি সর্বদা ইবাদতে মশগুল থাকে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন বাংলাদেশে যেই পরিমাণ মসজিদ ও মাদ্রাসা রয়েছে, প্রতিটি মহল্লায় দু একটি করে অন্ততপক্ষে মসজিদ থাকেই বিশ্বে অনেক মুসলিম দেশ রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যেও কিন্তু এত মসজিদ আপনি দেখতে পাবেন না। তাহলে ভাবুন ইবাদত করার জন্য আল্লাহপাক আমাদের রাস্তা কতটাই না সহজ করে দিয়েছেন।।
ভাইয়েরা বাবারা, সব সময় একটা কথা মনে রাখবেন শৃংখলাই জীবন! এটি ডায়াবেটিস দিবসের অন্যতম স্লোগান হলেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদের জন্য শৃঙ্খলার দৃষ্টান্ত উদাহরণ রেখে গিয়েছেন। ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে আদব, সম্মান ও সুশৃংখল জীবন যাপনের স্থান অনেক উপরে।
আল্লাহপাক আমাদের সবাইকে সুশৃংখল জীবনযাপনের মাধ্যমে সিরাতল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, আমীন ।
প্রতি সপ্তাহের ন্যায় গত (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বয়ান পেশ করার সময় এসব কথা বলেন।
মাদক মামলায় হিরু আলমের যাবজ্জীবন কারাদন্ড
এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে র্যাব-১০ এর একটি চৌকষ দল হিরু আলম ওরফে হিরু মন্ডলকে...