এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি ঢাকায় ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। গতকাল সোমবার সাক্ষাৎকারটি দ্য হিন্দুর ওয়েবসাইটে প্রকাশিত হয়।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে। তার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা তার সরকার গঠনের ১০০ দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কট্টরপন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে ‘প্রপাগান্ডা’ বলে অভিহিত করেন। যদিও এ ধরনের প্রতিবেদনের জেরে তার সরকার ভারত ও মার্কিন প্রেসিডেন্ট পদে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে।