এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
অতিথি পাখিদের জন্য অভয় আশ্রম এখন নারায়ণগঞ্জ জেলার চাঁদমারি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সেনাবাহিনীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা
৫০ বিঘা জলাশয়ে।
হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর এই চাঁদমারি। । দিনভর জলকেলি, খুনসুটি সে সঙ্গে কিচির-মিচির শব্দ, কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে ওড়োউড়ি। পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। সেনাবাহিনীর জমির সীমানা বেষ্টিত দেয়ালের পাশের ভবন গুলো থেকে পাখির এ কলতান উপভোগ করছেন পাখিপ্রেমীরা। অনেকেই আবার মোবাইলে ছবি তুলতে ব্যস্ত।শত শত অতিথি পাখির মিলনমেলা। মনের আনন্দে পানিতে দাপাদাপি, সে সঙ্গে চলে দিনভর খুনসুটি, আবার কখনো ডানা মেলে নীল আকাশে ওড়াউড়ি। এভাবেই দিনভর নানা কসরতে মেতে ওঠে পরিযায়ী পাখিরা।
সাইবেরিয়ান ডাক ( বালি হাস) সহ অন্য পরিযায়ী পাখির এ বিচরণ ক্ষেত্রটি নভেম্বরের শেষের দিক থেকেই শুরু হয়। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়ে সেনাবাহিনীর ৫০ বিঘা জলাশয়ে।
গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে অন্য এক পরিবেশ। স্থানীয়রা বলছেন, এ সব অতিথি পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙছে তাদের।