এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের বন্দরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিশুক চালক মাসুদ (৩০)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের ধামগড় ভাংতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বন্দর উপজেলার ধামগড় কুড়িপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দিনমজুর মাসুদ তার মিশুক চালিয়ে কাজে যাওয়ার পথে বেপরোয়া গতিতে ছুটে আসা শাহ সিমেন্টের একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মিশুকটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। পুলিশ ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মাসুদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার এই অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, মাসুদ একজন শান্ত ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন।