এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়োগের নামে ভুয়া বিজ্ঞপ্তি ছড়াচ্ছে একটি প্রতারক চক্র। ফেসবুকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোটা বেতনের প্রলোভন দেখিয়ে পদগুলোর জন্য এইচএসসি বা স্নাতক পাসসহ ইংরেজিতে দক্ষতা ও সুন্দর চেহারা চাওয়া হয়েছে।
হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার নিশ্চিত করেছেন, এটি একটি ভুয়া বিজ্ঞপ্তি। তিনি জানান, সম্প্রতি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং জনগণকে এসব প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন।
মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত চেয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চক্রটি। এর আগেও ভিক্টোরিয়া হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে।
এই ধরনের ভুয়া বিজ্ঞপ্তি দেখে প্রতারিত না হয়ে অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।