এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের পূর্বাচল উপশহরের লেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সুজানা (১৮)। তিনি ঢাকার ভাসানটেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী
নিহতের মা চম্পা বেগম মরদেহ শনাক্ত করেছেন। সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।
সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। এ সময় লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গত রাতে হত্যা করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।