এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
এনসিটিবির অধীনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তক এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে স্বচ্ছতা ও সুশৃঙ্খলটা বজায় রাখা হবে। উন্নতমানের কাগজ, ছাপা ও মলাট নিশ্চিত করে সব বই দেশেই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্তদের অনেককে বদলি করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করা হবে।
বই বিতরণের ক্ষেত্রে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগের বাজারমূল্যে বই ছাপানো হয়েছে। যারা এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে সরকারে যারা থাকবে, তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হবে।
শিক্ষা উপদেষ্টা জানান, দলীয় রাজনীতির নিরপেক্ষতা বজায় রেখে পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানো হতো। এখন উচ্চতর গণিত ও বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে।