এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়নগঞ্জের রূপগঞ্জে সম্মিলিত উলামা পরিষদের ‘উলামা কনফারেন্স ২০২৫ ‘ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকালে উপজেলার তারাব পৌর অডিটোরিয়াম এ উলামা কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মুফতী বদরুল আলম সিলেটী, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আবসার, হযরত মাওলানা মুহিউদ্দীন, মোঃ রাব্বানী, হযরত মাওলানা যাইনুল আবিদীন, হযরত মাওলানা শরীফ মুহাম্মদ, হযরত মাওলানা নূরুল হক রাহমানী, মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।
এ সময় বক্তারা ৭ দফা দাবি পেশ করেন। দাবি সমূহের মধ্যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষনা করা, বিজাতীয় আগ্রাসন থেকে এদেশের ইসলাম, মুসলমানদের রক্ষা করা,আল্লাহ ও রাসূলে কটুক্তি প্রতিবাদে গøাসফেমি আইন করা,কওমি মাদরাসা শিক্ষা সনদের মূল্যয়ন বাস্তবায়ন করা, তাবলীগের নামে সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা,সনাতনী জাগরনের নামে ইসকনের সবরকমের সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ করা,সকলের সহযোগিতা নিয়ে মসজিদ ভিত্তিক মাসিক ইসলাহী প্রোগ্রাম চালু করা।