আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ ইং
  • ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
  • ২রা শা'বান, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, দুপুর ১২:০০
পর্দা নামল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

পর্দা নামল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

mini-logo
প্রকাশিতঃ

 

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
গত ১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নেমেছে ৩১ জানুয়ারি। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকাল ৫ টায় অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলায় থাকা বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন তিনি। এর আগে গত ১ লা জানুয়ারি মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। মাসব্যাপী মেলার ৩১ তম দিন শুক্রবার হওয়ায় কানায় কানায় ছিলো ক্রেতাদর্শনার্থী। ছিলো শেষ মুহুর্তের কেনাকাটার ধুম। বাণিজ্য মেলায় মূল প্যাভিলিয়নের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মেলার পরিচালক ও ইপিবি সচীব বিবেক সরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব নাভিদ সফিউল্লাসহ ২৫৬ ব্যবসায়ীদের প্রতিনিধি, ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এদিকে দুপুরে তুচ্ছ ঘটনায় ইগলু আইসক্রিম স্টলের বিক্রয়কর্মী ও মেলার প্রবেশদ্বার ঠিকাদার নিয়োজিত কর্মীদের মাঝে মারামারির ঘটনায় মেলায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এ ঘটনায় সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাঁধার সম্মুখীন হন। পরে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে।এ সময় দিকবেদিক ছুটতে থাকেন মেলায় আগতরা। হামলায় ঈগলু আইসক্রীম ষ্টলের কর্মচারীদের হামলায় যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মেলা সূত্রে জানা যায়, ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা রাজধানীর শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খেলার মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণ মেলার জন্য নির্ধারিত হয়েছে।

এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ৯ টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়াও এবার দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৬১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছে।

মেলার সমাপনী অনুষ্টানে বিভিন্ন ক্যাটাগরিতে ২২টি প্রতিষ্টানকে ১ম পুরস্কার, ১৬টি প্রতিষ্টানকে ২য় পুরস্কার এবং ১৩টি প্রষ্ঠিানকে ৩য় পুরস্কারে ভূষিত করা হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে রাজধানী ঢাকাসহ এর আশপাশ এলাকা থেকে মেলা প্রাঙ্গণে মানুষের সমাগম ঘটতে থাকে। বিকেল শেষে সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় রূপ নেয় জনসমুদ্রে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
এদিকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিধারন সম্বলিত মেলায় থাকা তারুন্যের বাংলাদেশ, ৩৬ জুলাই, মুগ্ধ কর্ণারগুলো ছিলো তরুণদের আগ্রহের স্থানে। ৩১ জানুয়ারি এ মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৯ তম আসর শেষ হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

    এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে উপচে পড়া ভিড়...

Read more

দেশে আবারো বাড়লো সোনার দাম

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম)...

Read more

জানুয়ারি থেকেই ওএমএস বন্ধ : অর্থ উপদেষ্টা

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : ট্রাকে করে নিম্নবিত্ত মানুষের জন্য কম দামে কৃষিপণ্যের বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি...

Read more
সম্পাদকঃ

কামরুল ইসলাম সোহেল

প্রকাশকঃ

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিবদ্ধনঃ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪.কম সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

৭৮ বঙ্গবন্ধু সড়ক, ফজর আলী ট্রেড সেন্টার(৬ষ্ট তলা)
নারায়ণগঞ্জ – ১৪০০
মীম শরৎ মিডিয়া
ফোনঃ 01711126588
ইমেইলঃ nganjnewsexpress24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
Web Solution – Since 2009