এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
সিদ্ধিরগঞ্জে এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম।
নিহত নারীর নাম জাহানারা বেগম (৫০)। জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
পরিবার জানান, রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে পুলিশের একটি টিম পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।